শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলার বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা বিমান বসু (Biman Bose) হঠাৎ অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। জ্বর কমছিল না কিছুতেই। কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হয়।
{link}
অকৃতদার বিমান বসুর নিজস্ব বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিস। পরিবার বলতে বাম কর্মীরা। তিনি একজন আদর্শ কমিউনিস্ট। জানা গিয়েছে, সুস্থ হয়েই ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৪ বছরের বিমান বসুকে। গত কয়েকদিন ধরে নানা শারীরিক পরীক্ষা নিরিক্ষাও হয়েছে।
{link}
সেইভাবে কোনও সমস্যা ধরা পড়েনি। চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে ঠিকই, যা বয়সজনিত কারণে বলে জানা গিয়েছে। বয়স বাড়লেও দলীয় কাজে কোনওদিন ছেদ পড়তে দেননি বিমান বসু। কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরে গিয়েছিলেন দলীয় কর্মসূচির জন্যই। সেখান থেকে ফিরছিলেন তিনি। মালদহ থেকে হঠাৎই শরীর খারাপ হতে শুরু করে তাঁর।
{ads}