শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : স্কুলছুট রুখতে ও ছাত্র ছাত্রীদের জিভের স্বাদ পরিবর্তন করতে বিরিয়ানি (Biryani) দেওয়া হয়েছে সাগরের কৃষ্ণনগর গান্ধী সেবাসদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলটি সাগর উত্তর চক্রের মধ্যে পড়ে। এই স্কুলে আগেও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে একাধিক কাজ করা হয়েছে। মিড-ডে মিলের (Mid-day meal) রান্নার এক ঘেয়ে স্বাদ পরিবর্তন করে মেনুতে বিরিয়ানি দেওয়ায় খুশি খুদে ছাত্র-ছাত্রীরা।
{link}
স্কুলটিতে ছাত্র ছাত্রীর সংখ্যা ২০০। শিক্ষক-শিক্ষিকা রয়েছে ৯ জন। স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার মন্ডলের উদ্যোগে এই কাজ করা হয়েছে। পাতে বিরিয়ানি দেওয়ায় খুশি অভিভাবকরাও। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার মন্ডল জানিয়েছেন, প্রতি মাসের শেষের দিকে সেই মাসে জন্মানো স্কুল ছাত্র-ছাত্রীদের জন্ম দিবস পালন করা হয়। সেই দিনটিতে বিশেষ আয়োজন করা হয়ে থাকে।
{link}
জন্মদিন পালনের উদ্যেশ্যে প্রতিমাসে একবার চিকেন অথবা মাছ দেওয়া হয়। তবে এবার নতুনত্ব আনতে দেওয়া হয়েছে বিরিয়ানি। যা সাড়া ফেলেছে সকলের মধ্যে। সাগরের প্রত্যন্ত এলাকার স্কুলেও এমন কাজ করতে পারবেন তা জেনে খুশি সকলেই। পরবর্তী সময়ে এই স্কুলে আরও ভাল মেনুর আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
{ads}