প্রেমের জন্য মানুষ কি না করতে পারে! ভালোবাসার জন্য কতো সিনেমায় প্রেমিক প্রেমিকাকে জীবন পর্যন্ত দিতে দেখা গেছে। এর আগে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিতে দেখা গিয়েছিল প্রেমিককে। যে ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সকলেই। এবার প্রকাশ্যে এলো কার্যত প্রায় একই ছবি। তবে এবার প্রেমিক নয়, প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা, যা নিয়ে ইতিমধ্যেই নদীয়ায় একটি গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
{link}
নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লক্ষ্মী ডাঙার গোপাল সাধুখার ছেলে বাবু সাধুকা পেশায় মুদি ব্যাবসায়ী ।অন্যদিকে স্বর্ণখালী মাঝের পাড়ার বাসিন্দা মাম্পি বিশ্বাসের বাবা মা দুজনেই মারা গেছেন ।মাম্পির বক্তব্য দীর্ঘ 7 বছর ধরে বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে । মাম্পি জানায় সে গোপন সূত্রে খবর পায় বাবুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে ।এই খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাম্পি সটান হাজির বাবুর বাড়িতে। কিন্তু বাবুর পরিবারের লোকেরা মাম্পির সম্পর্ক মেনে নিতে রাজি নন । অন্যদিকে বাবুকে পাবার জন্য নাছোড়বান্দা মাম্পি । ঘটনার বেগতিক দেখে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসে যায় মাম্পি । খবর পেয়ে ছুটে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।বাবুর বাড়ি থেকে বার বার বোঝানোর চেষ্টা করে। শত বোঝানোর পরেও মাম্পি বাড়ি ছাড়তে নারাজ। তার দাবি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি বাড়ি থেকে বেরোবো না । পুলিশ চেষ্টা করছেন মাম্পিকে বোঝানোর । কিন্তু মাম্পি বাবুকে ছাড়া বাড়ীর বাইরে যাবেনা বলে জানিয়েছে ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলা গানে এর পূর্বে আর ডি বর্মন গেয়েছিলেন ‘প্রেম যে কাঁঠালের আঁঠা, লাগলে পড়ে ছাড়ে না’। এখন দেখার বিষয় একটাই, যে মাম্পি বাবু কে এহেন আন্দোলনের পর আদৌ পেতে সক্ষম হবেন কি না…
{ads}