header banner

ডায়মন্ডহারবার রেললাইনের ধার থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ

article banner

সুদেষ্ণা মন্ডল ,ডায়মন্ডহারবার::-  সাতসকালে ডায়মন্ডহারবার রেললাইনের পাশ থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা  রেলস্টেশন সংলগ্ন এলাকায়মৃত মহিলার নাম রেজিনা বিবি, বয়স ২৮ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশতারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

(link)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে  কয়েকজন স্থানীয় বাসিন্দারা দৈনিক কাজে যাওয়ার সময় রেললাইনের পাশে <

news murder crime Diamond harbor west bengal খুন সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article