header banner

Jaynagar : ফুঁসছে জয়নগর, জাস্টিস ফর মহিষমারি

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে উত্তেজনা। তা এই মুহূর্তে চরম আকার নিয়েছে। নতুন করে উত্তেজনা জয়নগর (Jaynagar) গ্রামীন হাসপাতালের সামনে! ৯ বছরের এক ছাত্রীকে (Student) ধর্ষণ করে খুনের ঘটনায় সকাল থেকে উত্তাল এলাকা। এর মধ্যেই পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে গিয়ে পৌঁছন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতীমা মন্ডল। কিন্তু তাঁকে ঘিরে গো ব্যাক (Go Back) স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ।

{link}

তারপরেই হাসপাতেলে পৌঁছায় অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ও বাম নেতা মীনাক্ষী (Minakshi Mukherjee)। মুহূর্তে উত্তেজনা আরও ছড়িয়ে পরে। অগ্নিমিত্রা ও মীনাক্ষীকে দেখে গ্রামবাসীরা 'গো ব্যাক' শ্লোগান না দিলেও স্পষ্ট করেই বলেছেন, ওই বিষয়ে তারা কোনো রাজনীতি (Politics) ঢুকতে দেবে না। স্লোগান ওঠে 'জাস্টিস ফর মহিষমারি' (Justice for Mahishmari)। ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা হাসপাতাল চত্বর। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, প্রমাণ লোপাট করতে দেওয়া হবে না। দেহ সংরক্ষণ করতে হবে।

{link}

তিনি আরও বলেন, প্রয়োজনে কমান্ড হাসপাতালে দেহ ময়নাতদন্ত করাতে হবে। আর এরপরেই পদ্মের হাট গ্রামীণ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসে গিয়েছেন তিনি। অন্য একটি অংশে রয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কথা বলেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গেও। বলেন, জঘন্যতম অপরাধ। কোনও ভাবে আরজি কর হাসপাতালের পুনঃরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। অন্যদিকে ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পৌঁছে যান বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। গোটা ঘটনা সরজমিনে পরীক্ষা করে দেখছেন।

{ads}

News Breaking News West Bengal Jaynagar Kultali police station Rape Case Protest Student Politics Politician Justice for Mahishmari Tilottama R G Kar R G kar Incident সংবাদ

Last Updated :