শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফের খড়গপুর আইআইটি (IIT Kharagpur) থেকে উদ্ধার হলো এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। রবিবার মাঝরাতে দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার।
{link}
ওসিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড নভেল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল অনিকেত। আইআইটি খড়্গপুরের জগদীশচন্দ্র বসু হলে থাকতেন তিনি। ওই হলের সি ২১৪ নম্বর রুম থেকে উদ্ধার হয় তার দেহ। জানা গিয়েছে মৃত অনিকেদের বাড়ি মহারাষ্ট্রের রামনগর থানার সম্রাট অশোকনগর এলাকায়। জানা গিয়েছে রাতে দীর্ঘক্ষন রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহপাঠীদের।
{link}
একাধিকবার ডেকে তাকে সারা না মেলায় খবর দেয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে। রাতেই পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে অনিকেতের ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের। সোমবার মৃতের ময়নাতদন্ত হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
{ads}