header banner

বিষ খেয়ে আত্মহত্যা করলেন ডায়মন্ড হারবারে বোলসিদ্ধি- কালিনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মর্মান্তিক দুঃসংবাদ অভিষেক বন্দোপাধ্যায়ের গড়ে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমুলের উপপ্রধান বিষ খেয়ে আত্মঘাতী হলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বোলসিদ্ধি এলাকাতে। মৃত উপপ্রধানের নাম দেবব্রত ভট্টাচার্য। উপ প্রধানের মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, আর পাঁচটা দিনের মতই সোমবার সকালে তিনি বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই পরিবারের লোকের কাছে ফোন আসে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় কিছু বাসিন্দা তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেছেন। এরপরেই পরিবারের লোকজন ছুটে যায় ডায়মন্ড হারবার হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালেই মৃত্যু হয় উপ প্রধানের। তবে কী কারনে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলার রুজু করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}

ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি গৌতম অধিকারী জানিয়েছেন, “দেবব্রত দলের অমূল্য সম্পদ ছিল। বহু লড়াই আমরা একসাথে লড়েছি। আমার রাজনৈতিক জীবনে সর্বকালের পাশে থাকা বন্ধুকে হারিয়ে শোকাহত। দেবব্রতর প্রথম দিনের লড়াইয়ের পাশে আমি ছিলাম । তবে এখন এই কঠিন সময়ে তার পরিবারকে আমি সান্তনা ছাড়া আর কিছুই দিতে পারছি না।“ উপপ্রধানের মৃত্যুতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। তবে বাড়ি থেকে বেড়িয়ে কেন তিনি বিষ খেলেন এই বিষয়টি এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। আপাতত ঘটনার তদন্তে পুলিশ।

{ads}

news Howrah poison TMC Suicide Diamond Harbour সংবাদ

Last Updated :