header banner

নিমতিতার বিস্ফোরণ......তদন্ত

article banner

পাওয়া গেলো নিমতিতা বিস্ফোরণে আহতদের শরীরের ছোট ছোট অংশ। সেন্ট্রাল ফরেন্সিক টিম নিমতিতা ষ্টেশনের ছাদ ও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করলো পায়ের আঙুল, দাঁত সহ বিভিন্ন অংশ। আজ বিস্ফোরণের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে ট্রেন লাইন থেকে মিলছে বিস্ফোরকের ধাতব টুকরো। সিআইডি, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং এসটিএফের অফিসাররা গতকাল ও আজ বিস্ফোরণ স্থলে পরীক্ষা করেন। বিস্ফোরকের অংশ, ছড়িয়ে থাকা রক্তের নমুনা তারা পরীক্ষা করেন।


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বোমার টুকরো ষ্টেশনের বাইরে থেকে উদ্ধার হয়। এরপরে তদন্ত কমিটির চিন্তা আরও অনেকটা বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞ ডাঃ চিত্রাক্ষ সরকার বলেন, ঘটনাস্থল থেকে নমুনা যা সংগ্রহ করা হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

{ads}
 

Bomb Blast Central Forensic Team Nimtita Station Jakir Hussain Politics Attacks News Murshidabad West Bengal India

Last Updated :