header banner

জমিতে কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণ, সন্তোষপুরে গুরুতর আহত বৃদ্ধ কৃষক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বিস্ফোরণ জখম এক। বৃহস্পতিবার বাগানে কাজ করতে গিয়ে ঝোপের আড়ালে থাকা বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। এই ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তরগত সন্তোষনগর কাদিরপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম লিয়াকত লস্কর (৬০)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই চাষের জমিতে বোমাগুলি এলো সেই নিয়েই উঠছে প্রশ্ন।  

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষনগর কাদিরপাড়া এলাকার বাসিন্দা লিয়াকত লস্কর নিজের বাগানে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই ঝোপের মধ্যে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে বিকট শব্দ হয়। গুরুতর জখম হন লিয়াকত লস্কর। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান বাগানে সেখান থেকেই আহত অবস্থায় লিয়াকত লস্করকে উদ্ধার করে প্রথমে মথুরাপুর হাসপাতলে নিয়ে যায়। আহত কৃষকের অবস্থা আশঙ্কাজনক থাকায় আহত কৃষকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হওয়াতে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে কে বা কারা বাগানের মধ্যে বোমা গুলো লুকিয়ে রেখেছিলো সে বিষয়ে কিছুই জানেন না লিয়াকত লস্কর। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। 

{ads}

news South 24 Paragana West Bengal Bomb Blast West Bengal সংবাদ

Last Updated :