header banner

সোনারপুরে স্কুলের সামনে সোমবার রাতে বোমা বিস্ফোরণ, সকালে উদ্ধার আরও ৩টি বোমা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজপুর সোনারপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লী এলাকায়। সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত্রি আড়াইটা নাগাদ বোমার আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে তারা ভাবেন ফুটবল বিশ্বকাপে জয়ের কারনে আনন্দে কেউ বোম ফাটিয়েছেন। কিন্তু এতো জোরে আওয়াজে সন্দেহ হওয়ায় ভোরের আলো ফুটতে তারা বেরিয়ে দেখেন নবপল্লী প্রাইমারি স্কুলের মাঠের সামনেই বোমা ফাটানো হয়েছে। রাস্তার পাশে পড়েছিল আরও তিনটি তাজা বোমা।

{link}
বোমা দেখার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকাজুড়ে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে। এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় পুলিশের দ্বারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় দুষ্কৃতি দৌরাত্ম্য প্রতিদিন বাড়ছে। এর কারণে এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কও বাড়ছে। সামনেই স্কুল ও মাঠ। এই মাঠেই মর্নিং ওয়ার্ক করতে আসেন স্থানীয়রা। আতঙ্কে আজ তাও বন্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এইভাবে নিত্যদিন বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। পুলিশ ও প্রশাসনের চোখের আড়ালে কিভাবে এতো বোমা তৈরি হচ্ছে বা আসছে, সেই বিষয়টি নিয়েই উঠছে প্রশ্ন। 
{ads}

news Sonarpur Bomb explosion South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :