header banner

পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে বোমা আতঙ্ক, মিনাখার পর এবার কুলপি বোমা বিস্ফোরনে আহত ২ শিশু

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা বিস্ফোরণ ।উদ্ধার হচ্ছে তাজা বোমা।বুধবার মিনাখাঁর পর বৃহস্পতিবার কুলপি । আবারও বোমা বিস্ফোরণে আহত নিরীহ শিশুরা। ঘটনাটি ঘটেছে কুলপি থানার ছামনাবনী গ্রামের। পঞ্চায়েত ভোট  ঘোষণার আগেই একের পর এক জেলায় বাড়ছে বোমাবাজি-সংঘর্ষ। দুর্ভাগ্যজনকভাবে ভোটের আগের উত্তপ্ত পরিবেশে হিংসার শিকার হচ্ছে একের পর এক শিশুরা। এদিন কুলপিতে বোমা বিস্ফোরণে আহত তিন নাবালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিস্ফোরণের খবর শুনে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।জানা গিয়েছে, বুধবার ছামনাবনি গ্রামের একটি পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় বোমা পড়ে থাকতে দেখে তিন শিশু । পরে প্লাস্টিকের মধ্যে থাকা বোমা তুলে এনে বল ভেবে ছুড়ে ফেললে বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় দুই শিশু। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

{link}

অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। পাশাপাশি এলাকা থেকে পাঁচটি তাজা বোমা ও একটি লোডেড আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয় বলে জানা যায়। অন্যদিকে, ঘটনার পর থেকে থমথমে ছামনাবনি এলাকা। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

{ads}

news bomb West Bengal South 24 Paragana সংবাদ

Last Updated :