শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের মুখে বিভিন্ন জায়গা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে বোমা।শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কাটিগ্রাম মাঠে ক্যানেলের ধারথেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ। কাটিগ্রাম মাঠে উপস্থিত হয় খড়গ্রাম থানার পুলিশ।লোকসভা ভোটের মুখে কে বা কারা বোমাগুলো রেখেছে ,সে বিষয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।
{ads}