header banner

মা ও প্রেমিকা ঘাসফুলে, উল্টো পথে হেঁটে বনি ছুঁলেন পদ্মফুল

article banner

আগে থেকেই শোনা যাচ্ছিলো রাজ্য জুড়ে প্রচারের ঘোড়া ছোটানোর জন্য ৪০ জন তারকা প্রচারকদের মাঠে নামাচ্ছেন গেরুয়া শিবির। যত ভোট এগিয়ে আসছে, টলি পাড়ার একের পর এক অভিনেতা ও অভিনেত্রীকে হ্য় গেরুয়া নাহলে সবুজ যেকোনো শিবিরে যোগদিতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তেমনই কয়েকদিন ধরে কোনো না কোনো তারকা এসে যোগদিয়েছেন বিজেপিতে। গত রবিবার বিগ্রেডের দিন আমরা দেখতে পাই অনেক সমারহের সাথে মিঠুন চক্রবর্তী এসে নাম লেখালেন, তার আগে শ্রাবন্তি চ্যাটার্জী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, যশ সেনগুপ্তা প্রমুখেরা গেরুয়া শিবিরে নিজেদের ভীত শক্ত করে তুলেছে। আজ দুপুরে আবার বনি সেনগুপ্তা দিলিপ ঘোষের কাছ থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। ৪০ জন তারকার লিস্টের মধ্যে একজন হলেন বনি সেনগুপ্ত। মা ও প্রেমিকা তৃণমূলে যোগ দিলেও তিনি গেরুয়া শিবিরকে ওনার জন্য একদ্ম সঠিক জায়গা হিসাবে মনে করেছেন। তিনি জনগণের পাশে থাকতে চান। মানুষের জন্য কাজ করতে চান। মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন গেরুয়া শিবিরকে।  

মা ও প্রেমিকা অন্য দলে তাহলে কেন তিনি বিরোধী দলকে বেঁচে নিলেন? অভিনয় আর রাজনীতি দুটো আলাদা আলাদা জগত। হঠাৎ কেন অভিনয় থেকে রাজনীতির পথে এলেন তিনি? মানুষের পাশে দাঁড়াতে নাকি অভিনয় থেকে রাজনীতিতে যাওয়ার ট্রেন্ডকে বজায় রাখতে? আসন্ন দিনগুলিতে সব আঁধার স্পষ্ট হয়ে যেতে চলেছে। অপেক্ষা শুধু সময়ের।  

{ads}      
 

Bony Sengupta Dilip Ghosh BJP Joining Election Politics News Breaking News West Bengal India

Last Updated :