header banner

বইপ্রেমী মানুষদের জন্য সুখবর, একবার ঘুরে আসা উচিত অবশ্যই

article banner

ঘরের মধ্যে টেবিলে বসে বই পড়া, কিন্তু ভাবুন তো সেই টেবিল যদি নড়তে শুরু করে। হ্যাঁ এক্ষেত্রে অবস্থাটা অনেকটা সেইরকমই হতে চলেছে। নৌকার মধ্যে লাইব্রেরী! হ্যাঁ অবাক হলেও তাই। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং অ্যাপেজা আনন্দ চিলড্রেন্স লাইব্রেরির যৌথ উদ্যোগে এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়াদের কথা ভেবে কলকাতায় নৌকার মধ্যেই লাইব্রেরী এনেছেন তারা। 


এই নৌকার মধ্যে থাকবে সমস্ত রকমের বই। ইংলিশ বাংলা সমস্ত মাধ্যমের। যার মাধ্যমে আগ্রহী ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দের বই পড়তে পারবে। সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে নৌকার মধ্যে লাইব্রেরী। বইয়ের সাথে বাড়তি পাওনা ফ্রী ওয়াইফাই। আঠারোর উপরে যাদের বয়স তাদের জন্য ১০০ টাকা করে এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের জন্য ৫০ টাকা করে প্রবেশ মূল্য লাগবে। সাতাশে জানুয়ারি থেকে এই নৌকার মধ্যে লাইব্রেরী চালু হবে হুগলি নদীতে। 


বই প্রেমী মানুষদের জন্য এটি অবশ্যই এক বিপুল খুশির খবর। গঙ্গার বুকে দুলতে থাকা নৌকায় বসে হাওয়া খেতে খেতে বইয়ের পাতায় ডুবে শার্লক হোমস কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যারও মেঘ। বই প্রেমী মানুষদের কাছে স্বর্গের থেকে কোন অংশে কম কিছু নয়। আর বাঙালির সাথে ‘বইয়ের পোকা’ শিরোনাম তো একদম শুরু থেকে জড়িয়ে আছে। যদি বই পড়তে আপনি ভালোবাসেন, একবার ঘুরে আসা তো চাই-ই চাই। 

{ads}

Book Library Floating Library Library in a Boat Books Book Lovers West Bengal Transport Corporation Children's Library River River Ganga Hooghly Kolkata West Bengal India

Last Updated :