header banner

গঙ্গাভাঙনে বিপুল ক্ষতির মুখে বিগার্ডেন, কবে চোখ খুলবে প্রশাসনের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গঙ্গা ভাঙনে বিপুল ক্ষতির মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের একটি বৃহৎ অংশ। যা নিয়ে রীতিমতো চিন্তায় স্থানীয় মানুষজন থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন সই সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। তাতে যদি পরিস্থিতির গুরুত্ব বুঝে কোন পদক্ষেপ গ্রহন করে প্রশাসন। 

{link}
শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার ফুসফুস। সোমবার দুপুর দুটো থেকে গঙ্গাবক্ষে অবস্থান করেন এলাকাবাসীরা। গঙ্গার ভাঙনে বোটানিক্যাল গার্ডেন নষ্ট হচ্ছে। ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সকল মানুষের সই সংগ্রহ করে কর্তৃপক্ষকে জমা দেবেন বলে জানা গেছে। জানানো হবে মুখ্যমন্ত্রী সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান কমিটির সদস্যদের। এদিনের কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শুক্লা মালাকার, ডক্টর তরুণ সিংহ, পরমেশ ব্যানার্জি, শ্যামল নাগ, বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং পরিবেশপ্রেমী উত্তম চ্যাটার্জি প্রমুখ।
{ads}

news Botanical Garden Ganges Erosion West Bengal Howrah সংবাদ

Last Updated :