header banner

টাকা দিয়ে টিকিট কিনেছেন: বর্ধমানে দলের কাউন্সিলারের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল নেতা

article banner

নিজস্ব সংবাদাতা, বাগনান: এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে কাউন্সিলর হয়েছেন। শনিবার প্রকাশ্যু সভায় দাঁড়িয়ে দলের আভ্যইন্তরীণ দুর্নীতির কথা ফাঁস করে দিলেন শনিবার বর্ধমানের মেমারী শহর তৃণমূল সংখ্যা লঘু সেল এর সভাপতি ফারুক আবদুল্লা। মোটা টাকার লেনদেন করে টিকিট পেয়ে কাউন্সিলর হয়েছেন, সরাসরি দলেরই কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগের তির দাগলেন দলেরই আর এক নেতা। 

{link}
এই মন্তব্য  ঘিরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তৃণমূলে তাহলে যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয় সে কথা প্রকাশ্যেড় জানিয়ে দিলেন তৃণমূলের দায়িত্ব প্রাপ্ত নেতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিরোধীদের কটাক্ষ দলের ভিতরের কথা ক্ষোভের কারনে প্রকাশ্যেই বলে ফেলেছেন তৃণমূল নেতা। যদিও এই বিষয় নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি শাসকদলের পক্ষ থেকে। যদিও এর ফলে বর্ধমানে তৃণমূলের দলীয় কোন্দল যে প্রকাশ্যে এসে গিয়েছে, তা মনে করছেন বহু রাজনৈতিক মহলের মানুষই। 
{ads}

news Burdwan corruption TMC West Bengal সংবাদ

Last Updated :