header banner

বাউন্সারদের এনে মিল দখলের চেষ্টা, দাসনগরের ভারত জুটমিলে উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার রাতে হাওড়ার দাসনগরের ভারত জুট মিলে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, শরিকি গন্ডগোলে মিল দখল করতে এসে মিলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মাধরের অভিযোগ উঠেছে মিলেরই এক মালিকের বিরুদ্ধে। গতকাল রাতে হঠাতই বাউন্সার নিয়ে এসে বন্দুক উঁচিয়ে মিল দখলের চেষ্টা হয়। এই নিয়ে শ্রমিকরা বহিরাগত দুষ্কৃতিদের বাধা দিলে তাদেদের সাথে মিল দখলকারীদের মধ্যে মারামারি শুরু হয়। বৃহস্পতিবার রাতে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ছুটে আসে দাসনগর থানার পুলিশ। ছুটে আসেন রাজনৈতিক দলের নেতারাও। বহিরাগত দখলকারীদের মধ্যে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় শ্রমিকরা। এই মুহুর্তে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

{link}

মিল শ্রমিকদের অভিযোগ, মিলেরই এক শরিক রাতে বেশ কয়েকজন বাউন্সার কে নিয়ে এসে মিল দখলের চেষ্টা করে। তখনই মিলের শ্রমিকেরা বহিরাগতদের হাত থেকে মিল কে বাঁচাতে প্রতিবাদ করে। সেই থেকেই শুরু হয় বচসা, যা পরবর্তীতে গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। বাউন্সারদের মধ্যে বেশ কয়েকজন রীতিমতো আহত হয়েছেন। তাদের মধ্যে একজনেরই দাবি, তাদেই এই প্রসঙ্গে কিছু বলাই হয়নি। ডিউটি আছে বলে নিয়ে আসা হয়েছিল মোট দশ জন বাউন্সারকে। সম্পূর্ন বিষয়টির তদন্ত করছে পুলিশ। 

{ads}

news Jute Mill Howrah Dasnagar West Bengal সংবাদ

Last Updated :