নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সাতসকালে বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা ও ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জগাছা থানার অন্তর্গত ইছাপুর পূর্ব পাড়া অঞ্চলে। মৃতদের নাম শৈলেন হাজরা(৬০)ও স্বপ্ননীল হাজরা(২১)। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
{link}
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট এর কারখানায় কাজ করছিলেন শৈলেন বাবু। আচমকাই মেশিন এর গণ্ডগোল হওয়ায় তিনি মেশিনের ইলেকট্রিক কানেকশান ঠিক করতে গিয়েই শর্ট সার্কিটে বিদ্যুৎপৃষ্ঠ হন। একই সঙ্গে তাকে বাঁচাতে এসে বিদ্যুৎপৃষ্ঠ হন তার বড় ছেলে স্বপ্ননীল। স্থানীয় বাসিন্দারা বলেন, শৈলেন বাবু এবং তার বড় ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে স্ত্রী এবং মেয়ে দুজনেই ঝাঁপিয়ে পড়েন। এরপরেই চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ে ছোট ছেলে ইন্দ্রনীল। কারখানার ঘরে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখে কার্যত সে হতবাক। সঙ্গে সঙ্গে সে মেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কোনরকমে তার মা এবং দিদির প্রাণ বাঁচায়।
{link}
এরপর তারা শৈলেন বাবু এবং তার বড় ছেলেকে নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক না থাকায় তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
{ads}