নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ কোলকাতার করুনাময়ী থেকে বর্ধমান অভিমুখে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে সেতু থেকে পড়লো সরকারি বাস। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি পালসিট কানাইডাঙ্গা এলাকার ২ নম্বর জাতীয় সড়কে।
{link}
বাসের এক যাত্রী বলেন, অত্যন্ত দ্রুত গতিতে বাসটি কোলকাতা থেকে বর্ধমান অভিমুখী আসার সময় একটি লড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতু থেকে নীচে পড়ে যায়। স্থানীয় সূত্রের খবর, বাসে থাকা সাতজন যাত্রী গুরুতর ভাবে জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতাল এবং বর্ধমানের মেড্যিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভয়ঙ্কর এই দুর্ঘটনার পরে যান জটের সৃষ্টি হয় দু নম্বর জাতীয় সড়কে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলা হয়। দ্রুত যান জট মুক্ত করে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
{link}
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে , অস্বাভাবিক গতিতে একটি লরিকে ওভারটেক করতে গেলে ঘটে এমন দুর্ঘটনা। যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে অনেকেরই প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। সৌভাগ্যবশত বেশীরভাগ যাত্রীরা বেঁচে গিয়েছেন। বাসযাত্রী দের মতে, দুর্ঘটনার সময় বেশীরভাগ যাত্রী ঘুমে আচ্ছন্ন ছিলেন। আচমকা বিকট শব্দ আর ধাক্কায় তাদের ঘুম ভেঙে যায়। অনেকযাত্রী আবার সামান্য আহত হয়েছেন। প্রত্যেকেরই চিকিৎসা চলছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}