header banner

দীর্ঘদিন ধরে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার, প্রতিবাদে মিছিল তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতির

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ দীর্ঘদিন ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হচ্ছেন তপশিলি জাতি এবং আদিবাসীরা। এবার প্রশাসনের বিরুদ্ধে একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। মঙ্গলবার কৃষ্ণনগরের রাজপথে বিরাট এক মিছিল করে তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ও একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। একশ্রেণীর প্রশাসনের দ্বারা একাধিক কাজকর্ম করতে গেলে তারা হয়রানির শিকার হচ্ছে। জাতি নথিপত্র থেকে শুরু করে তাদের যে জমি জায়গার অধিকার সেগুলো থেকেও বঞ্চিত হচ্ছে তারা। রাজ্য সরকার যেখানে বার বার পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি দৃষ্টিভঙ্গি রেখেছে।

{link}

এর পাশাপাশি তাদের অভিযোগ, তপশিলি জাতি এবং উপজাতিরা সমাজের মূল স্রোতে ফিরে আসে তার জন্য নানাবিধ আইন এবং প্রকল্প ঘোষণা করেছে সরকার, কিন্তু সেইসব প্রকল্পের সুবিধা তো দূর অস্ত একশ্রেণীর প্রশাসনের দাড়া দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছে। এবার একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সম্প্রদায়ের সংগঠন। তাদের দাবি অবিলম্বে তাজের যে ন্যায্য প্রকল্প এবং আইন গুলি রয়েছে সেগুলো প্রশাসন সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করুক। মিছিলে প্রতিবাদের সুর চড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক মিছিল করেন তারা। এখন আদৌ তাদের দাবিগুলি মানা হয় কি না, তাই দেখার বিষয়। 

{ads}

news Scheduled Castes Indigenous Peoples protest merch Krishnanagar Nadia West Bengal India প্রতিবাদ সংবাদ

Last Updated :