নিজস্ব সংবাদদাতাঃ গোপনে বিয়ে করে একাধিক বার সহবাস করার পরেও অন্য পাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে পূর্ব বর্ধমান জেলার কালনার তৃণমূল কাউন্সিলরের ছেলে। প্রতারিত হয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা পূর্ব বর্ধমানের কালনার ১৭ নম্বর ওয়াডের পুর ভোটের বিজেপি প্রার্থী, প্রথম পক্ষের স্ত্রীর। অভিযোগ কালনার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীল বসুর বিরুদ্ধে। প্রতিকার চাইতে গেলে যুবতীকে গালিগালাজ ও হেনস্থা করে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলার ও তার ছেলের বিরুদ্ধে। শনিবার বাড়িতে এসে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্ঠা করে ওই যুবতী। আত্মহত্যার ঘটনার পর কালনা থানায় অভিযোগ দায়ের করে যুবতীর।
{link}
যদিও এই অভিযোগ মানতে নারাজ ছেলের পরিবার। ইন্দ্রনীলের বক্তব্য মেয়েটি বিজেপি করে। তাকে পরিকল্পিত ভাবে ফাঁসাতে এই চক্রান্ত। তার মেয়েটির সাথে কোন সম্পর্ক ছিলো না। জানা গেছে গত দুদিন আগেই কাউন্সিলরের ছেলে ইন্দ্রনীল বসুর এক অন্য এক পাত্রীর সঙ্গে বিবাহ হয়। আজ বৌভাতের অনুষ্ঠান বলে খবর। কিন্তু সেই যুবতী জানায় ২০১২ সালে একটি মন্দিরে সিঁদুর দান করে তাদের বিয়ে হয়েছে এর পূর্বে। এবং দুই পরিবার যা জানত আগে থেকে।একাধিক বার স্ত্রীর মর্যাদা দেবার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ইন্দ্রনীল। ইন্দ্রনীলের ফের বিয়ের খবর পেয়ে দুদিন আগে তার বাড়িতে গেলে কাউন্সিলর কল্পনা বসু ও ইন্দ্রনীল গালিগালাজ ও আত্মহত্যার প্ররোচনা দেয়। এর পরেই আত্মহত্যার চেষ্টা করে যুবতী। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে, যদিও এখনও অবধি সম্পূর্ন সত্য প্রকাশ্যে আসেনি।
{ads}