header banner

Durgapur : চাকরি দেওয়ার নামে 'ঘুষ'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  সরকারি চাকরি বিক্রি হয়েছে, যাদের সাধ্য আছে তারা কিনে নিয়েছে - এই অভিযোগ আপামর বঙ্গবাসী সহ আদালতেরও। এর সঙ্গে যুক্ত শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক নিচু তোলার কর্মী পর্যন্ত। আর এবার সেই অভিযোগ আসলো দুর্গাপুরে (Durgapur) ব্লক স্তরের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। নেত্রী টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে।

{link}

প্রতারিত মহিলার স্বামীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দলীয় নেতৃত্ব। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রশ্নটা উঠেছে, শুধুই কি ওই মহিলা তৃণমূলের বড়ো নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছেন? দিনকয়েক আগেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া সতর্কবার্তা, দলের কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না। আর অন্যায় করলে তাঁকে শাস্তি পেতেই হবে। কিন্তু বার বার প্রমাণ হচ্ছে, কেউ মানছেন না মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ। অভিযোগ এক মহিলাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকা আদায় করেন অন্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার।

{link}

টাকা দেওয়া-নেওয়া নিয়ে ওই মহিলার সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের কয়েকটি অডিও ভাইরাল হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের বাসিন্দা মধুমিতা মুখোপাধ্যায়। তিনি আইসিডিএসে চাকরির আবেদন জানিয়ে কথা বলেন ব্লক সভানেত্রী সুজাতাদেবীর সঙ্গে। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মধুমিতার কাছ থেকে টাকা চান নেত্রী। তাঁর কথামতো টাকাও দেন মধুমিতা। কিন্তু তারপরও চাকরি হয়নি। পরে বার বার বলায় ৫০ হাজার টাকা ফেরৎ দিলেও বাকি টাকা কিন্তু ফেরৎ দিতে অস্বীকার করেন। তার পরেই সমস্ত ঘটনা সামনে আসে।

{ads}

News Breaking News TMC West Bengal CM Mamata Banerjee Durgapur সংবাদ

Last Updated :