শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সুন্দরবন (Sundarbans) যেতে হলে ক্যানিংয়ের মাতলা উপর দিয়েই যেতে হয়। আর ঠিক সেখানেই রাত নামলেই অন্ধকারে ডুবে যায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ মাতলা সেতু (Canning bridge)। ঠিক মতো আলো না জ্বলায় বাড়ছে দুর্ঘটনা ও দুষ্কৃতী কার্যকলাপ অভিযোগ নিত্যযাত্রীদের। কোনও দিন সেতু অন্ধকার, তো কোনও দিন অন্ধকারে ডুবে থাকে সেতু সংযোগকারী রাস্তা। এই বিষয়ে প্রশাসনেরও যথেষ্ট উদাসীনতা রয়েছে বলে অভিযোগ।
{link}
ক্যানিং ও বাসন্তী ব্লককে সংযুক্ত করা মাতলা নদীর উপরের এই সেতুটি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। শুধু দুই ব্লকের নয়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষও কলকাতা-সহ জেলা সদর ও অন্যান্য প্রান্তে যাতায়াত করেন এই সেতু দিয়েই। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায়ই সেতু বা সংযোগকারী রাস্তায় আলো না থাকার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। পাশাপাশি এই অন্ধকারের সুযোগ নিয়ে মোবাইল টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
{link}
অনেকেই কলকাতায় কাজ সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় তখনই সেতু সংযোগকারী রাস্তায় আলো জ্বলে না, এই সমস্ত বাসিন্দারা আতঙ্কে থাকে। যদিও পিডব্লিউডি-র ইলেক্ট্রিক্যাল বিভাগের দাবি, সেতু ও সংযোগকারী রাস্তায় আলোর তেমন কোনও সমস্যা নেই। বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার দিবাকর মণ্ডল জানান, “১৬টি বাতিস্তম্ভের মধ্যে ৮৫-৮৬টি আলোই সচল।
{ads}