header banner

ব্রিগেডে উপস্থিত 'মহাগুরু', অপেক্ষা নরেন্দ্র মোদীর আসার

article banner

শেষ রবিবার বিপুল জনসমাবেশ ঘটিয়ে কার্যত ব্রিগেডে তাক লাগিয়ে দিয়েছিল সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ। তার পরেই ৭ই মার্চ নিজেদের ব্রিগেড সমাবেশের কথা ঘোষনা করেছিল বিজেপির শিবির। নির্বাচনের পূর্বে তাক লাগিয়ে দেওয়া ও রাজ্যে নিজেদের শক্তি ঠিক কতোটা তা প্রদর্শন করতেই কার্যত এই সমাবেশের ডাক। মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে বলা হয়েছিল এহেন বিরাট জনসভা বাংলার বুকে প্রথম দেখতে চলেছে মানুষ। এবং তা যে তারা নেহাতই শুধু বলে নয় করেও দেখিয়েছেন তারই প্রমান দিচ্ছে সকাল থেকে শহরের বিভিন্ন স্থান এবং ব্রিগেডের ছবি। কার্যত আজ যেন গেরুয়া ঝড় চোখে পড়ছে শহরের বুকে। 


কিন্তু ব্রিগেডের শুরুতেই কার্যত তাক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির, মঞ্চে উপস্থিত ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তি। যে মিঠুন চক্রবর্তীর বাংলার বুকে এক বিপুল জনপ্রিয়তা রয়েছে। ব্রিগেডের শুরুতেই মঞ্চে মিঠুনের উপস্থিতি এক বিপুল উদ্দীপনার সঞ্চার করে উপস্থিত জনতার মধ্যে। বাংলার এই অভিনেতার আজ বিজেপিতে যোগদান যে বিপুল প্রভাব ফেলতে চলেছে আসন্ন নির্বাচনে। ফাটাকেষ্ট-র উপস্থিতিতে ইতিমধ্যেই ব্রিগেডের মঞ্চে চমক লাগিয়ে দিয়েছে উপস্থিত শ্রাবন্তি, পায়েল ও রুদ্রনীলের মতো তারকারাও। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর আসার। 

{ads}
 

Brigade Mithun Chakrabarti Narendra Modi Bhartiya Janta Party Election Assembly Election West Bengal Dilip Ghosh Rajib Banerjee Suvendu Adhikari Kolkata West Bengal India

Last Updated :