header banner

সংকটজনক প্রবীণ বামনেতা

article banner

হাসপাতালে ভর্তির পরবর্তী সময়ে শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হলেও ফের সংকটের মুখে ফিরে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বামনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাভাবিকভাবে রক্তে কার্বন ডাইঅক্সাউডের পরিমাণ নিয়ন্ত্রণে আসলেও ক্রমাগত শারীরিক অবনতির কারণেই আজ সকাল দশটায় আলোচনায় বসেছে মেডিকেল বোর্ড। 
দীর্ঘদিন ধরেই সিওপিডি সমস্যায় ভুগছেন বুদ্ধদেব বাবু। এই সমস্যার মধ্যেই গত বুধবার শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় কলকাতার উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির সময় শারীরিক অসুস্থতার কারণে জ্ঞানহীন অবস্থায় ছিলেন বুদ্ধদেব বাবু। সেই মূহূর্তে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে দিয়ে দাঁড়ায় ৬২ তে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল ৪২। বামনেতার অসুস্থতার খবর পেয়ে গতকাল সন্ধ্যাবেলা বুদ্ধদেববাবুকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। পরিবারের সকলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মূহূর্তের মধ্যে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরিবারের সঙ্গে কথা বলে সম্পূর্ণ পরিস্থিতির খোঁজ নেন তিনি।
ভর্তির পরবর্তী সময়কালে চিকিৎসার তৎপরতায় অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে। মাঝরাতে তার জ্ঞান ফিরে আসলেও চিকিৎসার সুবিধার্থে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। তবে, সার্বিকভাবে অবস্থার উন্নতির স্বার্থেই চিকিৎসকেরা এই আলোচলায় বসতে চলেছেন বলে জানা গিয়েছে।  
{ads}

Buddhadeb Bhattacharjee CPM leader Former chief minister West Bengal Illness

Last Updated :