header banner

Swarupnagar : প্রতারণার স্বীকার স্বরূপনগরের বুলবুল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের যুবক বুলবুল সরদারের অভিযোগ, পাঁচ লক্ষ টাকা লোন দেয়ার নাম করে যুবককে একের পর এক ব্যাংক একাউন্টে দফায় দফায় ৬১ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা।

{link}

মোট চার দফায় টাকা নিয়েছিল প্রতারকরা।  ওই যুবক প্রতারকের ছবিসহ আধার কার্ড সহ ইতিমধ্যেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ফেসবুকে অ্যাড দেখে প্রতারণার স্বীকার হয় যুবক। লোনের জন্য আবেদন করে ওই যুবক।

{link}

যুবকের মতে প্রথমেই প্রতারক আড়াই হাজার টাকা নিয়ে নেয়, তারপর একের পর এক মূল্য চাওয়া শুরু হয়। যুবক প্রতাককের আইডিকার্ড ও ছবি সহ স্বরুপ নগর পুলিশ স্টেশনে অভিযোগ জানায়। সে তার তাকা ফেরত চায়। সে বলে , সে না বুঝে ভুল করে ফেলেছে।

{ads}

News West Bengal North 24 Parganas District Basirhat Swarupnagar Bulbul Sardar cheater Social Media Facebook Loan Icard Photo Police Police Station Fake Swarupnagar Police Station সং

Last Updated :