header banner

আন্দুল মহিয়ারী দাসপাড়ায় দুঃসাহসিক চুরি, উধাও প্রায় ৪০ লক্ষ টাকার গহনা সহ নগদ টাকা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাতে আন্দুল মহিয়ারী দাসপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের অন্ধকারে গ্রিল ভেঙে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে আলমারি ভেঙে দীর্ঘক্ষন ধরে লুঠপাঠ চালিয়ে চম্পট দেয় চোর। সকালে ঘুম থেকে উঠে গৃহকর্তী ব্যাপারটি বুঝতে পারেন। তারাপর তিনি সকলকে খবর দিলে, আতঙ্কিত হয়ে ওঠে পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির সামনে রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ।

{link}
পরিবার সূত্রে খবর, গতকাল রাতে খাওয়া দাওয়ার পর ওই বাড়ির দুই বাসিন্দা এক মহিলা ও তার মেয়ে রাতে দেড়টা নাগাদ শুয়ে পড়েন। চোর আসে আনুমানিক রাত দুটোর সময়। প্রথমে বাড়ির মূল দরজার গ্রীল ইঁট দিয়ে ফাঁক করে ঢোকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, তারা জানালার গ্রীল ভেঙে ঘরে ঢোকে। মূল আলমারির ডুপলিকেট চাবি অন্য ড্রয়ার ভেঙে নিয়ে চোর সমস্ত কিছু লুঠপাঠ করে পালিয়ে যায়। ভোরবেলা সমস্ত ব্যাপারটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোর কিভাবে আলমারির ডুপলিকেট চাবি কোথায় থাকে তা জানল, তাই নিয়েই সন্দেহ দেখা দিয়েছে পরিবারে। তাদের অনুমান চেনা পরিচিত কেউই এই চুরির সাথে যুক্ত। এখন সর্বস্ব হারানোর পর দিশেহারা পরিবার পুলিশি সাহায্য ও সক্রিয়তার আবেদন করছেন। পুলিশের এই চুরির কিনারা করতে কতোদিন সময় লাগে কিংবা পুলিশ আদৌ এই চুরির কিনারা করতে সক্ষম হন কি না, তাই এখন দেখার বিষয়। 
{ads}

andul Howrah theft Burglary Jewellery West Bengal সংবাদ

Last Updated :