header banner

দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে বাস ভাঙচুর ডোমজুড়ের অঙ্কুরহাটিতে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে যাত্রীরা ভাঙচুর চালালেন একটি বাসে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রের খবর, হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। সেই থেকেই ঘটনার সূত্রপাত। একটি বাসের উপর অন্য বাসের যাত্রীরা চড়াও হয়ে ভাঙচুর চালায়। যার ফলে কাঁচ ভেঙে আহত হয়েছে দুজন যাত্রী।

{link}
সূত্রের খবর, রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে দুটি বাসের মধ্যে বিপদজনকভাবে রেষারেষির কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর ঝিকিরা রুটের বাসটি যখন অঙ্কুরহাটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে তখন ডিহিভুরসুট রুটের বাসের যাত্রীরা রাস্তায় নেমে পড়েন। বেশ কয়েকজন যাত্রী লোহার রড দিয়ে ঝিকিরা রুটের বাসটির উপর চড়াও হন। ভাঙচুর করা হয় ওই বাসে। কাচের টুকরো লেগে ওই বাসের দু'জন যাত্রীও আহত হন। ঘটনাস্থলে ছুটে আসেন নিবড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট। দুটো বাস এবং চালকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন যেভাবে চালকরা বাস চালাচ্ছিলেন তাতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঝিকিরা রুটের বাসের কন্ডাক্টার জানিয়েছেন কমিশন সিস্টেমে বাস চালানো হয়। তাই যাত্রী তোলা নিয়ে রেষারেষি থাকেই। তবে তাই বলে কি যাত্রী নিরাপত্তা ও এহেন জীবনের ঝুঁকি নেওয়া আবশ্যকীয়? তাই নিয়েই উঠছে প্রশ্ন। 
{ads}

news Bus clash Howrah West Bengal সংবাদ

Last Updated :