header banner

Mamata Banerjee : সিএএ মানে বর্ণ বৈষম্য ; মমতা বন্দ্যোপাধ্যায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সিএএ ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তার বক্তব্যে অসমের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের প্রতি আক্রমণ শানান কড়া ভাষায়। তার কথায়, সিএএ মানে বর্ণ বৈষম্য। সেক্ষেত্রে মানুষের অধিকার রক্ষায় সিএএ-র বিরোধীতায় যে তিনি এক্কেবারে গ্রাউন্ড জিড়োতে তা স্পষ্ট করেন নিজের বক্তব্যর মধ্য দিয়েই। এদিন সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিএএ আসলে পলিটিক্যাল গিমিক। ভোটের জন্য এটা করছে বিজেপি। সিএএ ইস্যুতে আদ্যপ্রান্ত কেন্দ্রের প্রতি আক্রমণ শানানোর পাশাপাশি নিজের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকাতেও সরব হন। নাম উল্লেখ না করলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, এই মূহুর্তে থেকে আর কোনও সম্পর্ক রইল না তার ভাইয়ের সঙ্গে। সেক্ষেত্রে আগামীতে পরিবারের নাম যাতে না জড়ানো হয় সেই বিষয়টি তুলে ধরেন তিনি৷ একইসঙ্গে স্পষ্ট করেন, লোভী মানুষের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই৷ এমনকি এ প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো।

 

{ads}

News Mamata Banerjee CM West Bengal Politics TMC সংবাদ

Last Updated :