শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবারও সন্দেশখালিতে CBI প্রতিনিধি দল ,সন্দেশখালীর খুলনা এলাকায় সঞ্জয় মন্ডলের বাড়িতে CBI , সিবি আই এর চার সদ্যসের প্রতিনিধি দল ,সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন ।
{link}
২০১৯ সালে বিরোধীদল করার অপরাধে শেখ শাজাহানের দুষ্কৃতি বাহিনী এই সঞ্জয় মন্ডল এর বাড়িতে চড়াও হয় । বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় । সঞ্জয় মন্ডল ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে । এই অভিযোগ করে CBI এর e-mail এ অভিযোগ করে সঞ্জয় মন্ডল । সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় মন্ডল এর বাড়িতে আসে CBI ,তাদের কাছ থেকে পুরো ঘটনাটি শোনে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা ।
{ads}