নিজস্ব সংবাদদাতা, আসানসোল: পশ্চিমবঙ্গ আর নয়, এবার সোজা দিল্লি। গরু পাচার মামলায় আরও বিপাকে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের আরজি মেনে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কার্যত যে ভয় পাচ্ছিলেন কেষ্ট, তাই হয়ে উঠল বাস্তব। দু, একদিনের মধ্যেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বইকি। কোন পথে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, সেই পদ্ধতি নিয়েই আলোচনা চলছে।
{link}
বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি চায় সিবিআই। প্রোডাকশন ওয়ারেন্ট। দাখিল করা হয় বিচারকের সামনে। তা খতিয়ে দেখে বিচারক জানান, এই আবেদন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। কোনও জেলে বন্দি থাকা অবস্থায় কাউকে ভারতের যে কোনও জায়গায় নিয়ে যাওয়া আইনসিদ্ধ। এমনকী এর আগেও অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে দুবরাজপুর পুলিশ লকআপে নিয়ে যাওয়া হয়েছিল। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যেতেই পারে। আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের বিচারক এই অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী দল অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। গরু পাচার মামলায় আরও এক অভিযুক্ত, অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা শুরু করা হবে। এখন দেখার বিষয়, দিল্লি গিয়ে অনুব্রতর মুখের কুলুপ আলগা হয়ে ওঠে কি না… গরু পাচার তদন্তে আরও কোন নতুন দাপুটে নাম উঠে আসলে তা যে বিরাট বড়ো হেডলাইন হয়ে উঠবে, সেই বিষয়ে কোন সন্দেহ নেই।