header banner

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা, ঘর বন্ধ করে চলছে তল্লাশি

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ গোরু পাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানিতে পারেন একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন এই বিদ্যুৎ বরণ গায়েন৷ আজ সকালে তার বাড়িতেই হানা দিল সিবিআই। {link}
স্থানীয় সূত্রে খবর তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন৷ অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরের সম্পত্তিতে ফুলে ফেঁপে ওঠেন তিনি৷ একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কিভাবে, গোরু পাচারের টাকাই কি লগ্নি হত কোম্পানিগুলিতে? জানতেই তাঁর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। অনুব্রতর ভোলেবোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎ বরণের৷ দুপুরে তাঁর বোলপুরের কালিকাপুরের বাড়ি চলছে সিবিআই তল্লাশি। ঘর বন্ধ করে চলছে তল্লাশি। এখন তল্লাশি শেষে কি তথ্য উঠে আসে তাই দেখার বিষয়। 
{ads}

news Anubrata Mondal CBI Birbhum West Bengal politics

Last Updated :