header banner

ব্যাঁটরায় বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করলো সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আদালতের নির্দেশে গত দীপাবলি এবং বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করা হলো হাওড়ার ব্যাঁটরা থানার তরফ থেকে। সোমবার দুপুরে সিআইডি'র বম্ব ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা থানায় এসে ওই বাজেয়াপ্ত ফায়ার ক্র্যা কার্স নিয়ে যান বেলিলিয়াস পার্কের একটি ফাঁকা জায়গায়। এরপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। একটি স্থানে গর্ত করে, সেখানে বাজিগুলি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যায় বাজিগুলি।

{link}
সূত্রের খবর, এগুলো পুলিশ তিনটি কেসের তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছিল। সেগুলি এদিন নিষ্ক্রিয় করা হয়। ব্যাঁটরা থানা সূত্রের খবর, এদিন প্রায় ৪০ কেজি ফায়ার ক্র্যাএকার্স কোর্ট অর্ডারে নিস্ক্রিয় করা হয়েছে। সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াডের আধিকারিকরা এদিন উপস্থিত থেকে আতশবাজি নিষ্ক্রিয় করার কাজ সম্পূর্ন করেন। এছাড়াও কোন বিপদ যেন না ঘটে, সেই কারনে বাড়তি সতর্কতার নিরিখে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মজুত রাখা হয়েছিল। 
{ads}

news Bantra Banned Firecrackers Howrah West Bengal সংবাদ

Last Updated :