header banner

SSC SCAM: CBI-এর আগে CID লক্ষ্যে পৌঁছে যাবে মনে হচ্ছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মনে হচ্ছে সিবিআইয়ের আগে সিআইডি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। শুক্রবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে ভুয়ো নথি দিয়ে চাকরিতে যোগদানের মামলায় এদিন এই মন্তব্য করে বিচারপতি বসু। এই মামলায় আগের শুনানিতে সিআইডিকে ভর্ৎসনা করেছিলেন তিনি। 

{link}

প্রসঙ্গত, এদিন সিআইডির আইনজীবীকে আদালতের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, যাঁরা জাল নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের কি চিহ্নিত করা গিয়েছে? সিআইডির আইনজীবী জানান, তাঁদের চিহ্নিত করা গিয়েছে। বিচারপতি বসুর প্রশ্ন, তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি? সিআইডির তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়নি, নথি পরীক্ষার কাজ চলছে। এর পরেই বিচারপতি বসু বলেন, মনে হচ্ছে সিআইডি সিবিআইয়ের আগে লক্ষ্যে পৌঁছে যাবে। জেলা বিদ্যালয় পরিদর্শককে বলুন এই শিক্ষকদের ওপর নজর রাখতে। স্পষ্টতই কড়া হাতে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে চাইছেন বিচারপতি। 

{ads}

SSC SCAM SSC Recruitment Scam Kolkata High court CBI CID

Last Updated :