নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আসানসোলে এক ছাত্রী খুনের ঘটনার তদন্তভার নিলো সিআইডি। শুক্রবার সিআইডির তদন্তকারী দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে সিআইডির তদন্তকারী দল। অন্যদিকে নিহত ছাত্রীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে সিআইডি তদন্তকারী দল ঘটনাস্থলে, কাছের একটি পুকুরে নিহত-ছাত্রীর মোবাইল এর খোঁজে তল্লাশি চালায়। ইতিমধ্যেই আসানসোলের হিরাপুর থানার পুলিশ খুনের ঘটনায় তদন্ত নেমে নিহত ছাত্রীর তিন বন্ধুকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করে।
{link}
প্রসঙ্গত বার্নপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, কোয়েল হাসদা, সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তাঁর মৃতদেহ হিরাপুর থানা এলাকার নিউটাউন থেকে উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, কোয়েল হাসদাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঠিক কি ভাবে মৃত খুন হন তা এখনো জানা যায়নি। তবে তদন্ত ছলছে দু তরফেই।
{ads}