header banner

প্রচেষ্টাতেই ফিরবে প্রাণ

article banner

করোনা প্রিয়জনদের কেড়ে নিয়েছে , শূন্য হয়েছে কত মায়ের কোল , কারোর বাবা , কারোর সন্তান , কারোর মা । অজানা সময়ের কাঁটায় হারিয়ে গিয়েছে কত আপন । অজানা সময়ের কাঁটায় মানুষ লড়ে চলেছে বিগত আট মাস ধরে । যাতে আর প্রাণ না যায় তাই চিকিৎসা ব্যাবস্থার দিকে আরও নজর দেওয়া হয়েছে । সরকারি হাসপাতালে করোনা চিকিৎসার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।হাসপাতাল গুলিতে এইচ ডি ইউ শয্যা আরও বাড়ানোর হবে । 
টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালের ৫২টি, রাজারহাটের করোনা হাসপাতালে ৫০টি, এন.আর.এস মেডিকেল কলেজে, ২৩টি, সাগর দত্ত মেডিকেলে ২৫টি, বাকুঁড়ার ওন্দা সুপার স্প্যেশ্যালিটি হাসপাতালে ৪০টি, আলিপুরদুয়ারের তপসিখাতা আয়ুষ হাসপাতালে ১০টি, পাঁশকুড়া বড়মা হাসপাতালে ১০টি, শালবনি করোনা হাসপাতালে ২০টি, কালিম্পংয়ের ত্রিবেণী লজে ৬টি, মুর্শিদাবাদে ২৪টি, ঝাড়গ্রাম নাইট শেলটারে ৫টি, সিঙুরে ২০টি, নৈহাটিতে ৪০টি, পানিহাটির বলরাম সেবা মন্দিরে ৪০টি, অশোকনগরে ৩০টি, কল্যাণীতে ৪০টি, কোচবিহারে ১০টি, জলপাইগুড়িতে ১২টি নতুন এইচ ডি ইউ শয্যার ব্যবস্থা হচ্ছে। 
{ads}

COVID WEST BENGAL BED HDU coronavirus coronavirus song air pollution for kids air pollution in india 2020 air pollution in india today maharashtra local train news today maharashtra local train ka new

Last Updated :