header banner

বামেদের উপর আস্থা ফিরছে মানুষের ?

article banner

বামেদের বিগ্রেডের উত্তাপে জ্বলে যাবে তৃণমূল এমনকি বাস্পের উত্তাপে উড়ে যাবে বিজেপিও, বুধবার বিকেলে হাওড়ার টিকিয়াপাড়া থেকে শিবপুর পি এম বস্তি পর্যন্ত এক পদযাত্রায় এসে মন্তব্য সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের। এহেন কড়া ভাষাতেই তৃণমূল ও বিজেপি উভয় পক্ষকেই আক্রমন করলেন বামেদের এই নেতা। এছাড়াও এদিন তিনি বলেন এই খেলা এটা বিজেপি তৃনমূলের পুরোনো খেলা কেউ ড্রাগ কেসে ফাঁসছেন কেউ কয়লার কেসে, বেরোজকারি বা চাকরির দিকে কোন নজর নেই সরকারের। এছাড়াও এখানে দিদি লুঠ চালাচ্ছেন ওখানে মোদি লুঠ চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। আজকে বিগ্রেড সমাবেশের সমর্থনে এক মিছিলের আয়োজন  করেছিল জেলা বামফ্রন্ট।  সেই মিছিলেরই নেতৃত্বের দায়িত্বে ছিলেন মহম্মদ সেলিম।


২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ ডেকেছে বামেরা। সেই সমাবেশের বক্তাদের মধ্যে অবশ্যই এক বড় নাম মহম্মদ সেলিম। ব্রিগেডের এই সভা বর্তমানে একুশের ভোটের আগে অবশ্যই এক বিপুল গুরুত্ব বহন করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। আজ বামেদের মিছিলে মানুষের যোগদানের সংখ্যা নেহাত কম ছিল না। তার সাথে একইসাথে মিছিলে উড়েছে কংগ্রেসের পতাকাও। একের পর এক দুর্নিতিতে নাম জড়াচ্ছে বিজেপি ও তৃনমূল নেতাদের, যার ফলে কোথাও গিয়ে কি মানুষের মনে দাগ কাটছে এই ঘটনাগুলি? ঘটনার সুযোগ নিতেও ছাড়ছেন না বিপক্ষ শিবিরের নেতারা। মানুষের বিশ্বাস কি ফিরছে কমরেডদের উপর? প্রশ্নটা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না কোনভাবেই। বাম-কংগ্রেস জোটও শক্তিবৃদ্ধি করছে ক্রমশ। কোন দিকে জেতে চলেছে ভোটের ফলাফল, ক্রমশ আরও কঠিন হয়ে আসছে প্রশ্নের উত্তর দেওয়া একইসাথে ক্রমশ আরও কঠিনতর হয়ে উঠছে একুশের নির্বাচনের লড়াই।  

{ads}
 

CPI(M) Marxist Communist Party of India Indian National Congress Md. Salim election Politics Howrah Tikiapara West Bengal India

Last Updated :