header banner

লাল ভীত গড়ার সংগ্রাম

article banner

বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর আজ তার মনোনয়নপত্র জমা দিলেন। কার্যত এবারের নির্বাচনে এসএফআই-এর যে সমস্ত যুব প্রতিভাদের নাম প্রার্থী তালিকায় প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে অবশ্যই এক বড়ো নাম দীপশিতা ধর। আজ নিজের নমিনেশন জমা দেওয়ার পরে সেই তরুনী নেত্রীর কথায় যে আত্মবিশ্বাস লক্ষনীয় হল তা সত্যিই তারিফযোগ্য। একেবারে যাকে বলা চলে বামেদের তরুন তুর্কি, তার উপরেই বালি বিধানসভা কেন্দ্রে আস্থা রেখেছেন দলের শীর্ষ নেতৃত্বেরা।


বালিতে একদিকে ডাক্তার রানা চট্টোপাধ্যায় অন্যদিকে বৈশালী ডালমিয়া হচ্ছেন বাকি দুই পুস্প শিবিরের প্রার্থী। ডাক্তারবাবু একেবারেই নতুন মুখ, অন্যদিকে বৈশালী ডালমিয়া প্রাক্তন বিধায়ক যিনি বিজেপিতে যোগদান করেছেন। এই তিন প্রতিপক্ষের লড়াই। এসএফআই-এর দাপুটে নেত্রী বলেই পরিচিত দীপশিতা। এখন তার অদম্য লড়াইয়ের মাধ্যমে আবারও কাস্তে দিয়ে ফুল উচ্ছেদ করে বালিতে দুর্ভেদ্য বাম দুর্গ ফিরিয়ে তিনি ফিরিয়ে আনতে পারেন কি না তাই দেখার বিষয়।

 {ads}

 

CPIM Bali SFI Comrade Howrah West Bengal Election Dipshita Dhar Candidate Assembly Election 2021 News Politics West Bengal India

Last Updated :