header banner

এবার কি একলা চলার পরিকল্পনা?

article banner

ব্রিগেডের মঞ্চে যে ঘটনা ঘিরে তাল কাটার ছবি দেখা গিয়েছিল,  তার রেশ বাম-কংগ্রেস জোটের অন্দরমহলে যে  থেকে গিয়েছিল তা আগেই  স্পষ্ট করলেছিল অধীর চৌধুরী। একুশের নির্বাচনে বাম-কংগ্রেসের পাশাপাশি আইএসএফের সঙ্গে জোট করেছিল সিপিএম। কিন্তু ভোট শেষে দেখা গিয়েছে, তারা চূড়ান্ত ব্যর্থ। বাম বা কংগ্রেস স্বাধীনতার পর এই প্রথমবার বিধানসভা থেকে শূন্য হয়ে গিয়েছে। 

{link}


আজ, বুধবার ঘূর্ণিঝড় যশের তাণ্ডবের মধ্যেও দিনভর এই জল্পনাই ঘুরপাক খেল রাজনৈতিক মহলে। মাস পাঁচেকের মধ্যেই রাজ্যের চার আসনে উপনির্বাচন। একই সময়ে দুটি আসনে নির্বাচনও হওয়ার কথা। এই ছটি আসনে নির্বাচনে বাম এবং কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দেবেই বলেই ছড়িয়েছে জল্পনা। যদিও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।  

{ads}


ত্রয়ীর জোট বেশ শক্তপোক্ত হলেও রাজ্যের একটি আসনেও জয়ী হয়নি বাম কিংবা কংগ্রেসের কোনও প্রার্থী। রাজ্যের মোট আসন সংখ্যা ২৯৪। করোনায় সংক্রমিত হয়ে মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি সেখানে। ভবানীপুর আসনের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ায় সেখানেও হবে উপনির্বাচন। খড়দহ কেন্দ্রে জয়ী হয়েছেন প্রয়াত কাজল সিংহ। উপনির্বাচন হবে সেখানেও। উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটা এবং নদিয়ার শান্তিপুরেও। এই দুই আসনে দাঁডিয়েছিলেন বিজেপির দুই সাংসদ, একজন নিশীথ প্রামাণিক, অন্যজন জগন্নাথ সরকার। নিশীথ কোচবিহারের সাংসদ, আর রানাঘাটের সাংসদ জগন্নাথ। এই ছয় আসনের নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না বলেই জল্পনা। এর কারণও রয়েছে।

{link}


তবে কি সিপিএম ও কংগ্রেসের জোট ভাঙছে একুশের বিধানসভা শেষ হতেই। ২০১৬ সাল থেকেই দেখা যাচ্ছে দুই বিপরীতধর্মী দল জোটবদ্ধ হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রটি কংগ্রেসকে ছেড়ে এসেছে। কিন্তু আসন্ন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্যোয়াপাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চাইছে সিপিএম।
আলিমুদ্দিনের অন্দরই দাবি উঠেছে, মীনাক্ষীকে ভবানীপুরে মমতার প্রার্থী করার। রাজ্যের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠা মীনাক্ষীকে প্রার্থী করে লড়াই জারি রাখতে চাইছে সিপিএম। কিন্তু এই পরিকল্পনা সফল করতে গেলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটে ধাক্কা লাগতে বাধ্য। এক্ষেত্রেই প্রশ্ন উঠে পড়েছে, তবে কি সিপিএম আর চাইছে না জোট করে লড়তে।

{ads}
 

CPIM Congress Bhabanipur By-Election Mamata Benarjee Minakshi Mukherjee সংবাদ উপনির্বাচন

Last Updated :