header banner

প্রথম দুই দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা বামফ্রন্টের

article banner

তৃনমূলের পরেই এবার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। সিপি আই এম, কংগ্রেস ও আইএসএফ জোটের রফা সম্পূর্ন না হওয়ায় যে তালিকাটি প্রকাশিত হয়েছে তা আংশিক। ঘোষনা করা হয়েছে প্রথম দুই দফার প্রার্থী তালিকা। নাম ঘোষনা করেছেন বামফ্রন্টের বর্ষিয়ান নেতা ও চেয়ারম্যান বিমান বসু। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিজেদের পরিচিত এবং পুরোনো মুখের উপরেই ভরসা রেখেছেন কমরেডরা। 


কালকেই শালবনিতে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছিল দাপুটে বাম নেতা সুশান্ত ঘোষ কে। সেই মতোই আজ প্রার্থী তালিকায় শালবনি কেন্দ্রে নাম রয়েছে সুশান্ত ঘোষের। অন্যদিকে ঝাড়গ্রাম থেকে দাঁড়াচ্ছেন মধুজা সেনরায়, কাঁথি উত্তরের প্রার্থী সুতনু মাইতি। খেঁজুরি থেকে লড়াই করবেন হিমাংশু দাস। জয়পুর থেকে লড়তে চলেছেন ধীরেন মাহাতো। রানীবাঁধের পদপ্রার্থী দেবলীনা হেমব্রম। এই সবকটি কেন্দ্রেই ভোট প্রথম দফায়।


দ্বিতীয় দফায় গোসাবা থেকে সিপিআইএম-এর প্রার্থী হলেন আরএসপি অনিল মন্ডল। পাঁশকুড়া পূর্ব ও পাঁশকুড়া পশ্চিম থেকে লড়াই করবেন যথাক্রমে শেখ ইব্রাহিম আলি ও সিপিআই চিত্তদাস ঠাকুর। হলদিয়ার পদপ্রার্থী মনিকা কর ভৌমিক। কমল দলুই লড়তে চলেছেন ঘাটাল থেকে। কেশপুর থেকে লড়বেন রমেশ্বর দলুই। নন্দীগ্রাম থেকে কে প্রার্থী হতে চলেছেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।  
{ads}

CPIM Congress ISF Biman Bose Adhir Ranjan Chowdhury Abbas Siddiqui Election Assembly Election West Bengal Assembly Election 2021 News Politics West Bengal India

Last Updated :