header banner

ধর্মধটের এদিক-সেদিক, পরিস্থিতি কেমন?

article banner

কালকের নবান্ন অভিযানে পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে আজ ধর্মঘট বামেদের। সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি চলবে ধর্মঘট। গতকালের সিপিআইএম যুব সংগঠনের এই মিছিলের বিপুল প্রভাব পড়েছে বঙ্গের রাজনৈতিক শিবিরে। আজ সারাদিন ধরে শহরে স্বাভাবিক ই যানচলাচল রয়েছে। হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। একাধিক বাস ও যাতায়াত করছে, নিত্যদিনের মতো না হলেও রাস্তায় ভালোই মানুষ চোখে পড়ছে। আজ ধর্মঘটের কর্মসূচি হিসাবে হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ে ও সাঁতরাগাছি ব্রিজ অবরোধ করে বাম কর্মী সমর্থকেরা। পুলিশের সামনেই পুলিশকে উদ্দেশ্য করে একাধিক স্লোগান দেওয়া হয়। যদিও সবমিলিয়ে বামেদের ডাকা এই ধর্মঘটের খুব বেশি প্রভাব পড়েনি সাধারন জনজীবনে।


গতকাল রাজ্য সরকারের কাছে শিক্ষা, খাদ্য, বস্ত্র ও সর্বোপরি উন্নয়নের দাবিতে ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানেই সৃষ্টি হয় তিব্র বিশৃঙ্খলা। একাধিক যায়গায় পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে বাম ছাত্র সংঘঠন এসএফআই-এর। সোশ্যাল মিডিয়ায় একের পর এক সংঘর্ষের ছবি ছড়িয়ে পড়ে। লাঠিচার্য এমনকি জলকামানও প্রয়োগ করে পুলিশ। বেশ কয়েকজন কে গ্রেপ্তারও করা হয়। মিছিলে পুলিশের এই বাধাপ্রদানের পিছনে শাসক শিবিরের হাত আছে বলে মনে করছে সিপি আই এম-এর শিবির। তাই গতকালের ঘটনার প্রতিবাদে আজ এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কাল বামেদের এই মিছিলে জলকামান ও লাঠিচার্যের ছবি নেটে ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হয়েছিলেন নেটিজেনেরা। এখন বামেদের এই পদক্ষেপ রাজনৈতিক শিবির এবং জনগনের উপর কি প্রভাব ফেলে তাই দেখার বিষয়। 

{ads}
 

CPIM SFI Congress Nabanna Abhijaan Protest Strike Politics Humanity Education Leftists Marxists West Bengal India

Last Updated :