header banner

উলুবেড়িয়ায় বিডিও অফিসে ডেপুটেশন ঘিরে পুলিশের সাথে বচসা, বিক্ষোভ CPIM-এর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: উলুবেড়িয়ায় বামেদের বিক্ষোভ। বিডিও অফিসে ডেপুটেশন ঘিরে মঙ্গলবার বিপুল উত্তেজনা ছড়িয়ে পড়ে উলুবেড়িয়ায়। পুলিশের তরফ থেকে বাম কর্মীদের ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয়। এই বাধাপ্রদানের পরেই বাড়তে থাকে উত্তাপ। বাধাপ্রাপ্ত হওয়ার পরেই বামেরা বিক্ষোভ দেখায়। 

{link}
মঙ্গলবার একাধিক ব্লকে বিভিন্ন বামপন্থী সংগঠনের তরফ থেকে ডেপুটেশনের ডাক দেওয়া হয়। আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের নাম থাকার দাবিতে বিভিন্ন বামপন্থী সংগঠনের উদ্যোগে উলুবেড়িয়া ১নং ব্লক, শ্যামপুর ১নং ব্লক, শ্যামপুর ২নং ব্লকের বিডিওকে ডেপুটেশন কর্মসূচি নেয় বিভিন্ন বামপন্থী সংগঠন।উলুবেড়িয়ার গরুহাটা থেকে মিছিল করে উলুবেড়িয়া ১নং বিডিও অফিসে যান তাঁরা। সেখানেই মিছিল বিক্ষোভের আকার ধারন করে। 
{ads}

news Uluberia Deputation CPIM West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article