header banner

পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ৪, ৫ আসনে জয়লাভ সিপিএম-এর

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যে বিজেপি নয়, দাপট বাড়ছে সিপিএমের। পাঁশকুড়ার সমবায় সমিতি নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপিকে পেছনে ফেলে প্রথমে উঠে এলো সিপিএম। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রধান প্রতিপক্ষ হচ্ছে সিপিএম? একের পর এক সমবায় সমিতি নির্বাচন, শিল্পনগরী হলদিয়া ডক নির্বাচনে উঠে এলো ফলাফল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় যশোদা কো -অপারেটিভ এগ্রিকালচার কমিটির নির্বাচন ছিল। সমবায় সমিতির নির্বাচনে কার্যত এিমুখী লড়াই হয়ে ওঠে। সমবায় সমিতির মোট আসন ৯ টি । রাজ্যের বিরোধীদল বিজেপি ৪ টি আসনে প্রার্থী দেয়। সিপিএম ও তৃণমূল ৯ টি আসনে প্রার্থী দেয়। সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে সমবায় সমিতির নির্বাচন চলে। ফল ঘোষণা শেষে, শেষ হাঁসি হাঁসলো সিপিএম। বিজেপির ঝুলিতে একটিও  আসন এলো না। শাসক দল তৃণমূল কংগ্রেস পেল ৪ টি আসন। সমবায় সমিতি নির্বাচনে জয়ের পর কার্যত উৎফুল্ল সিপিএম কর্মী সমর্থকেরা। কার্যত বাজী ফাটিয়ে, আবির উড়িয়ে উল্লাস করেন সিপিএম কর্মী সমর্থকেরা। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমের মাটি শক্ত হচ্ছে?  
{link}
পাঁশকুড়া বাজার কমিটির সম্পাদক তথা সিপিএম নেতা নিতাই সন্ধীগ্রাহী বলেন " সারা পশ্চিমবাংলায় পরিবর্তনের হাওয়া উঠেছে। বামপন্থীদের হাতে থাকলে লুট হবে না, রাজ্যের অর্থ গচ্ছিত থাকবে "। পাঁশকুড়া ব্লকের তৃণমূলের সভাপতি সুজিত রায় বলেন " সবাই সমিতি নির্বাচনে আমরা এককভাবে লড়াই করেছিলাম। সিপিএম ও বিজেপি তারা যৌথভাবে লড়াই করেছিল। আগামী দিনে আমাদের বোর্ড গঠন করে সভাপতি ও সম্পাদক হবে "। স্থানীয় বিজেপি নেতা গোপাল সাহু বলেন " তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা সব আসনে প্রার্থী দিয়েছিলাম। জিততে পারিনি। আগামী দিনে মানুষ পাশে থাকবে আমাদের এই আশা রাখি "।
{ads}
 

TMC CPIM BJP News North 24 parganas West Bengal সংবাদ

Last Updated :