header banner

EVM : ইভিএমে এবার প্রার্থীর রঙিন ছবি বাধ্যতামূলক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নির্বাচন কমিশন ধীরে ধীরে আমূল পরিবর্তন আনতে চাইছেন নির্বাচন ব্যবস্থায়। তারই অঙ্গ হিসাবে ব্যালট পেপারে (EVM) থাকছে প্রার্থীর ছবি। কাকে ভোট দিচ্ছেন, প্রার্থীর ছবি দেখে নিশ্চিত হতে পারবেন ভোটাররা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ১৭ সেপ্টেম্বর বিকেলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি।

{link}

প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে।  

{link}

একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। সরকারি বা আধা-সরকারি প্রেসেই ইভিএম ব্যালট পেপার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন থেকেই এই নয়া নির্দেশ লাগু হবে বলে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।

{ads}

News Breaking News EVM সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article