header banner

Trinamool Congress: মন্ত্রী শোভনদেবের বিরুদ্ধে হাইকোর্ট-এ মামলা কি দলের একাংশের মদতে? বাড়ছে জল্পনা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মন্ত্রী থাকাকালীন কি কেউ CESC র শ্রমিক সংগঠনের সভাপতি থাকতে পারেন? এই অভিযোগ নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা।  শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী। কৃষি দফতর সামলানোর পাশাপাশি বিধানসভার ডেপুটি লিডারও। আবার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। সেই শোভনদেব সিইএসসি-র তৃণমূলের শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের সভাপতি। তাঁর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। শুক্রবার মামলার শুনানি রয়েছে। আর এই মামলাকে ঘিরেই প্রশ্ন উঠছে, তৃণমূলের একাংশের মদতেই কি শোভনদেবের বিরুদ্ধে আদালতে মামলা হল? সিইএসসি-তে নতুন একটি শ্রমিক সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের সদস্যরা একসময় তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। তাঁরাই শোভনদেবের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হয়েও কেন সিইএসসি-তে শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকবেন শোভনদেব। মামলাটি গৃহীত হয়েছে হাইকোর্টে। এদিন মামলার শুনানি রয়েছে।

{link}

শোভনদেবের তরফে এদিন তাঁর আইনজীবী হাইকোর্টে যাবেন। শোভনদেবের আইনজীবীর দাবি, রাজ্যের মন্ত্রী দীর্ঘদিন ধরেই সিইএসসি-র কর্মী ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। অতীতেও বহু মন্ত্রী ট্রেড ইউনিয়নের পদে থেকেছেন। সেক্ষেত্রে শোভনদেবের এই পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠার কোনও কারণ নেই বলে আইনজীবীর দাবি।

{ads}

Sovandeb Chatterjee TMC News Crime Kolkata Mamata Banerjee Abhishek Banerjee CPIM BJP সংবাদ শোভনদেব চট্টোপাধ্যায় রাজনীতি খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article