header banner

Midnapore : ছিপে ধরা দিল দৈত্যাকার কচ্ছপ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মেদিনীপুর শহরের নজরগঞ্জের বিবেকানন্দ পল্লীর নদীঘাটে কাঁসাই নদীতে মাছ ধরছিলেন স্থানীয় মহম্মদ নাজিরুদ্দিন । সন্ধ্যা নাগাদ টান ধরে ছিপে। ভাবলেন বড় বড় কোন মাছ ধরা পড়েছে বোধহয়! বহু কষ্টে টেনে টুনে পাড়ে নিয়ে আসার পর দেখলেন এক দৈত্যাকার কাছিম (বড় কচ্ছপ/Turtle)। এরপরই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। দৈত্যাকার এই কচ্ছপ বা কাছিম দেখতে ভিড় জমান এলাকাবাসী।

{link}


স্থানীয় বাসিন্দদের মারফত এই খবর পান মেদিনীপুর শহরের বাসিন্দা, 'সর্পবন্ধু' তথা বন্যপ্রাণ বন্ধু হিসেবে পরিচিত দেবরাজ চক্রবর্তীর কাছে। দ্রুত ওই এলাকায় পৌঁছে কাছিমটিকে উদ্ধার করেন দেবরাজ। ওজন করে দেখা যায় প্রায় ২৮ কেজি (২৭ কেজি ৫০০ গ্রাম)। এরপর দেবরাজ বন্ধুদের সাথে নিয়ে তা তুলে দেন শহরের রাঙামাটি এলাকায় অবস্থিত রূপনারায়ণ ডিভিশনের বনকর্মীদের হাতে। বনদপ্তরের তরফে পূর্ণবয়স্ক ওই কাছিমটির প্রাথমিক চিকিৎসা করার পর তা নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

{link}

পরিবেশপ্রেমী,বন্যপ্রাণ প্রেমী সমাজকর্মী রাকেশ সিংহ দেব বলেন, "শুধু সর্পবন্ধু নয়, পরিবেশ বন্ধু বা প্রাণীবন্ধু হিসেবে দেবরাজ চক্রবর্তী আজ জেলাবাসীর কাছে জনপ্রিয়। অত্যন্ত ভালো কাজ করেছেন উনি। এই ধরনের বৃহদাকার কচ্ছপ জলে থাকে। একে কাছিম (Turtle) বলে। আর, ডাঙায় যেগুলি থাকে, তাকে কচ্ছপ (Tortoise) বলে। এদের গড় আয়ু মোটামুটি ১০০-১৫০ বছর হয়। ৩০০ বছর বয়সী কচ্ছপও দেখা যায় মাঝেমধ্যে। পরিবেশের স্বার্থে এদের বেঁচে থাকা খুব প্রয়োজন।" বনদপ্তরের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী ,মহম্মদ নাজিরুদ্দিন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

{ads}

News Breaking News Midnapore Kansabati River West Bengal Turtle Forest Department Devaraj Chakraborty Mohammad Naziruddin District সংবাদ

Last Updated :