header banner

CAA : সিএএ-তে বড় সংশোধনী আনল কেন্দ্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেকদিন আগেই সংসদে নয়া বিল অনুমোদন করা হয়েছে। এবার তা প্রয়োগে উদ্যোগ নিলো অমিত শা। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ- (CAA) তে বড় সংশোধনী আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন করতে পারেন। 

{link}

সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন করতে পারবেন।

{link}

স্বাভাবিক কারণেই এই বিল নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধী 'ইন্ডিয়া'জোট (India alliance)। তবে সংখ্যা গরিষ্ঠতার কারণে শাসক বিজেপি তা পাশ করিয়ে নেয়।

{ads}

 

News Breaking News CAA সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article