একুশের বিধাসভা নির্বাচনের নিরাপত্তার খাতিরে আজ রাজ্যে পৌছালো কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে অবতরন করেন দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী বাঁকুড়া ও বীরভূম জেলায় পাঠানো হবে। বিশেষ এই ট্রেনে কেন্দ্রীয় বাহিনী আছে মোট বারো কোম্পানি। দুর্গাপুররে দুই কোম্পানি ছাড়া বর্ধমানে এক কোম্পানি, ডানকুনিতে পাঁচ কোম্পানি, ও কলকাতার চিৎপুরে চার কোম্পানি ট্রেন থেকে নামবে। এই কেন্দ্রীয় বাহিনী আসছে কাশ্মীর থেকে। দুর্গাপুর স্টেশনে এই কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সি. আর.পি.এফের আধিকারিক ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা।
রাজনৈতিক ভাবে ভোটের আগে প্রস্তুতির দামামা রাজ্যে বহু আগে থেকেই বেজে গেছে। কয়েকদিন আগেই রাজ্যে নির্বাচন কমিশনের সাথে রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায় থেকে শুরু করে ববি হাকিম সহ সিপিএম ও কংগ্রেসের আধিকারিকরাও। সেখানেই বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে সকল দলের প্রতিনিধিরাই জানিয়েছিলেন তারা রাজ্যে শান্তিপূর্ন ভোট চান। সাধারন মানুষের যাতে নিরপেক্ষ ও সুরক্ষিত ভাবে ভোট দিতে পারেন সেই দিকে যেন নজর দেওয়া হয় তাও তারা জানিয়েছিলেন। সামনের একুশের ভোটের নিরাপত্তার খাতিরেই রাজ্যে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। প্রায় সব দিক থেকেই বেজে উঠল সামনের বিধানসভা ভোটের দামামা। অপেক্ষা শুধু সময়ের।
{ads}