header banner

West Bengal: বিদেশি পর্যটকদের কাছে ভারতে দ্বিতীয় পছন্দের জায়গা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ! জানালো কেন্দ্র

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খবরটা কিন্তু রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সংস্থার। খবরটা বুধবার বিকেলে পোষ্ট করেন মুখ্যমন্ত্রী। দেশের অন্যতম প্রিয় আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হল পশ্চিমবঙ্গ। সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেনডিয়াম ২০২৫ অনুযায়ী, পশ্চিমবঙ্গ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটকদের আকর্ষণ করেছে। নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, 'গর্বের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম প্রিয় আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসাবে সামনে এসেছে। আর এটি সত্যিই একটা দুর্দান্ত মাইলফলক, যা অর্জন করা সম্ভব হয়েছে।'

{link}

  এটা যে পশ্চিমবঙ্গ সরকারের কোনও দাবি নয়, সেটাও জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজের পোস্টে লেখেন, 'ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেনডিয়াম ২০২৫ জানাচ্ছে, পশ্চিমবঙ্গ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটকদের আকর্ষণ করেছে!' অর্থাৎ বার্তা স্পষ্ট, এক্ষেত্রে নিজের ঢাক নিজে পেটাচ্ছে না সরকার। বরং কেন্দ্রীয় সরকারই এই স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়ে দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর মতে, কোভিডের পর পর্যটনকে বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে ধর্মীয় পর্যটন, MICE (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) পর্যটন সহ পর্যটনের নতুন দিক তৈরি হয়েছে। যার ফলে বিদেশি পর্যটকরা ভারতে এসেছেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

{ads}

Tourism Tourist Destinations West Bengal Tourism Foreign Tourists West Bengal Tourist Destinations Mamata Banerjee West Bengal News সংবাদ পর্যটন পশ্চিমবঙ্গ পর্যটন বিদেশি পর্যটক

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article