header banner

'চড়াম চড়াম ঢাকও বাজবে, নকুল দানাও খাওয়া হবে'- অনুব্রত নিয়ে মন্তব্য মদনের

article banner

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে রাজনীতিতে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল জেলের গরাদের পিছন থেকে ইডির সৌজন্যে পাড়ি দিয়েছেন সুদূর দিল্লিতে। এই সময়েই প্রশ্ন উঠছে, তাহলে কি হবে বিরভূমের তৃণমূলের? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই। "লোকে ধরে নিচ্ছে অনুব্রত নেই মানে এবারে পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে। বীরভূম ধরে রাখতে পারবে না মনে তৃণমূল। মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর" – অনুব্রত ও বীরভূম সম্পর্কে অকপট মন্তব্য মদন মিত্রের।

{link}
এদিন বীরভূমের সংগঠন ও অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারবো না কারণ আমি বাইরের লোক। কিন্তু বিরুভূমের বর্ডারের বাইরে বসেই ঢোল চরাম চরাম বাজাবো"। সাথে আরও সংযোজন, পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড় বাতাস নিয়ে যাব এবং বিরোধীদের পাখার হাওয়াও দিয়ে দেব। অনেকদিন হাওয়া খায়নি বিরোধী দল। বীরভূমের মানুষ তৈরী। অনুব্রত প্রসঙ্গে মদনের শেষ সংযোজন, অনুব্রতর চষা মাঠ অনুব্রতরই থাকবে। মদনের এহেন একাধিক আত্মবিশ্বাসী মন্তব্যের পর বিরোধীদের একাংশের প্রশ্ন, এতো বিপুল পরিমান আত্মবিশ্বাস আসছেই বা কোথা থেকে? 
{ads}

news Madan Mitra Anubrata Mondal West Bengal সংবাদ

Last Updated :